মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলা ও বারইয়ারহাট এবং মিরসরাই দুই পৌর বিএনপির নতুন কমিটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী স্বাক্ষরিত নতুন কমিটির অনুমোদন ও কোন কমিটি গঠন হয়নি বলে দুই ধরণের চিঠি নিয়ে উপজেলার বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভ্রামিত্ম দেখা দেয়।
জানা গেছে, গত ২৮ জানুয়ারি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে মিরসরাই উপজেলা, মিরসরাই ও বারইয়ারহাট পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানানো হয় বলে দাবী করে উপজেলা বিএনপির একটি পক্ষ। আবার গত ২৯ জানুয়ারি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী স্বাক্ষরিত আরেকটি চিঠিতে দাবি করা হয়েছে মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌর বিএনপির বিলুপ্ত করা কমিটি এখনও গঠন করা হয়নি। কিন্তু বিএনপির কতিপয় ব্যক্তিরা মিরসরাই পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি করা হয়েছে বলে এলাকায় বিভ্রামিত্ম ছড়াচ্ছেন এবং বিভিন্ন গনমাধ্যমে সংবাদ পাঠাচ্ছেন।
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরম্নল আমিন জানান, মিরসরাই উপজেলা ও দুই পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরম্নল আমিন চেয়ারম্যান বলেন, প্রকৃতপক্ষে উপজেলা বিএনপির কোন কমিটি গঠিত হয়নি। কিছু কুচক্রি লোক জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতির স্বাক্ষর জাল করে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দেন। সাংগঠনিক কাঠামোতে গনতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠণ করা হবে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জানান, মিরসরাই উপজেলা ও দুই পৌর বিএনপির কমিটি গত ২৪ জানুয়ারি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) পর্যমত্ম মিরসরাইয়ে বিএনপির কোন নতুন কমিটি ঘোষণা করা হয়নি। কিন্তু বিএনপির কতিপয় ব্যক্তিরা আমার স্বাক্ষর জাল করে মিরসরাই নতুন কমিটি হয়েছে বলে বিভ্রামিত্ম ছড়াচ্ছেন এবং বিভিন্ন গনমাধ্যমে সংবাদ পাঠাচ্ছেন।