ফের ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ ২৭। রবিবার রাজস্থানের সিরোহিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। রুটিন টহল দেওয়ার সময় ভেঙে পড়েছে যুদ্ধবিমান মিগ ২৭, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে।
যোধপুরে বায়ুসেনা ঘাঁটি থেকে বেরিয়ে ১৮০ কিলোমিটার ওড়ার পর রাজস্থানেরই শিরোহি এলাকায় ভেঙে পড়ে মিগ ২৭। গত ফেব্রুয়ারিতেই রাজস্থানের জয়শলমিরে ভেঙে পড়েছিল আরও একটি মিগ ২৭ যুদ্ধবিমান। প্রশিক্ষণের কাজ চলার সময়ই সেই দুর্ঘটনাটি ঘটেছিল। সেই দুর্ঘটনাতেই নিরাপদে ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন যুদ্ধবিমানের পাইলট।
রিপোর্ট »সোমবার, ৮ এপ্রিল , ২০১৯. সময়-৮:১৩ pm | বাংলা- 25 Chaitro 1425