মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে ফশিয়ার মটর সাইকেল সেন্টারের সৌজন্যে দুই দিন ব্যাপী মটর সাইকেল ফি সার্ভেসিং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মটর সাইকেল ফ্রি সাভেসিং এর কাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিয়ার খাইরুল কবির, ফশিয়ার মটর সাইকেল সেন্টারের মালিক ফশিয়ার রহমান, সাংবাদিক আবুল হোসেন লিটন,আসীম মোদক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।সাভেসিং এর কাজ চলবে বুধবার সন্ধ্যা পর্যন্ত।
রিপোর্ট »মঙ্গলবার, ১৩ মার্চ , ২০১২. সময়-৯:৩৯ pm | বাংলা- 30 Falgun 1418