স্টাফ রিপোর্টার,মহেশপুরঃ মহেশপুর বিএনপির নেতা এস এম শাহাজামান মোহনের ভাই চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যপক এস এম মোস্তাফা কামাল তুহিন গত শনিবার সন্ধায় নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে ছিলেন। মৃত্যু কালে স্ত্রী ১ ছেলে ১ মেয়ে ৪ভাই সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। রোববার সকাল ১০টার সময় মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৩ আসনের এমপি এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল, চৌগাছা উপজেলা চেয়ারম্যান ও মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ডঃ মোস্তানিসুর রহমান ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ এস এম মশিউর রহমান ,সদস্য সচিব এ্যাডঃ এম এ মজিদ ,মহেশপুর উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসান রনি সহ বিএনপি, আওয়ামীলীগ, জামায়াতের নেতা কর্মি সহ এলাকার সুধি বৃন্দ।