নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। দেশটির নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকা শুক্রবার এই তথ্য জানায়।
নিউজিল্যান্ড হেরাল্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যম টুইটারে ‘ইউ আর নেক্সট’ লেখাসহ একটি বন্দুকের ছবি পাঠিয়ে জাসিন্ডাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। দেশটির পুলিশ এই ঘটনা তদন্ত করছে।
খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে হুমকি দেয়া ওই টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। হুমকি দেয়া ওই পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করায় যে ওই পোস্ট দিয়েছেন তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, টুইটার অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ৪৮ ঘণ্টারও বেশি সময় আগে এটি পোস্ট করা হয়েছিল।
এছাড়া একই ধরনের হয়ার হুমকি দেয়া আরো একটি পোস্টে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা এবং নিউজিল্যান্ডের পুলিশকে ট্যাগ করা হয়েছে।বাতিল হওয়া ওই টুইটার অ্যাকাউন্টে ইসলামবিদ্বেষী ও শ্বেতাঙ্গ আধিপত্যের পক্ষ নিয়ে ঘৃণামূলক পোষ্ট ছিল।