এসএস মিঠু ,জয়পুরহাট থেকে : জয়পুরহাটে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নিরুত্তাপ ও শামিত্মপূর্ন ভাবে পালিত হচ্ছে। মঙ্গলবার হরতাল চলাকালে জয়পুরহাট শহরে কোন রকম পিকেটিং না হলেও ব্যসত্মতম এলাকার বাইরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের ‘হিচমী’ সহ বিভিন্ন স্থানের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি এবং খন্ড খন্ড বিÿÿাভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াত-শিবির কর্মীরা।
এ দিকে হরতাল চলাকালে দুরপালস্না ও আমত্মঃজেলা রুটে কোন ধরনের বাস চলাচল করেনি। শহরের অধিকাংশ দোকান-পাট,ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।জেলার কোথাও কোন ধরনের নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।দুপুর ১২টা পর্যমত্ম জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায় নি।