পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে দেশের যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গতকাল দুপুর ১টায় এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে আলোচনাসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও পবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, কৃষি অনুষদের ডিন ও সেক্টর কমান্ডার্স ফোরাম পবিপ্রবি’র আহবায়ক প্রফেসর আ.ক.ম. মোস্তফা জামান, বরিশাল সেক্টর কমান্ডার্স ফোরামের বরিশাল বিভাগের সমন্বয়কারী শেখ কুতুব উদ্দীন, বরিশাল বিভাগের সদস্য সচিব প্রদীপ কুমার ঘোষ, পটুয়াখালী জেলার সাংগাঠনিক সম্পাদক মানস কান্তি দত্ত প্রমূখ। উক্ত মানববন্ধন কর্মসূচিতে পবিপ্রবি’র বিভিন্ন অনুষদের ডিন, কোর্স-কো অর্ডিনেটর, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।