মহেশপুর(ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা।
গতকাল দুপুরে ঝিনাইদহের মহেশপyুর পরিবেশ বান্ধব গুটি ইউরিয়া সার উৎপাদন উদ্বোধন করা হয়েছে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ হামিদপুরের আবুল হোসেন লিটনের কারখানায় গুটি ইউরিয়া সার উৎপাদনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বীরেন্দ্রনাথ মজুমদার, আই,এফ, ,ডিসির ফিল্ড অফিসার পার্থ হালদার মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান,সহকারী কৃষি সমপ্রসারন কর্মকর্তা কালীপদ বিশ্বাস এসওপিপি আব্দুল হামিদ, উপজেলার সমস্ত উপ সহকারী কৃষি কর্মকতগন উপজেলা ছাত্রলীগ সভাপতি এম,এ আসাদ, উপস্থিত ছিলেন।