মহেশপুর (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা
মহেশপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের আব্দুর রশিদ খাঁন নৌকা প্রতীক নিয়ে পূনরায় নির্বাচিত হয়েছেন। তিনি ১৩৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দি বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খাঁন পেয়েছেন ১০৫৫ভোট। স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক গোলাম মোস্তফা নারিকেল গাছ ৯২২ভোট পেয়েছেন।২৮ ফেব্রুয়ারি দুপুরে নানা অভিযোগ এনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খাঁন ভোট বর্জনের ঘোষনা দেন।
রিপোর্ট »রবিবার, ২৮ ফেব্রুয়ারী , ২০২১. সময়-১০:৪১ pm | বাংলা- 16 Falgun 1427