আল আমিন মন্ডল (বগুড়া) ঃ গতকাল শুক্রবার বিকালে বগুড়ার গাবতলী সদরের সোন্ধাবাড়ী উত্তরপাড়া টাইগার ক্লাবের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যেবাহী হা-ডু-ডু (কাবাডি) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবক আশফাকুর রহমান তানভিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়ার মরিয়ম জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মাইনুল ইসলাম। বরেণ্য অতিথি ছিলেন গাবতলী সদর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান কামাল, শাহাদৎ হোসেন খান সাগর, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক ও নার্গিস আক্তার, ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সমাজসেবক আপন ইসলাম উজ্জল, মোফাজ্জল হোসেন, শাহাদৎ হোসেন, মোহাব্বত আলী, আজাহার আলী, শারমিন আক্তার, শিরিন আক্তার। আমন্ত্রিত অতিথি ছিলেন সমাজসেবক শফিকুল ইসলাম ও যুবদল নেতা আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ডাঃ মতিউর রহমান, শাহীন তালুকদার। আয়োজনে ক্লাবের সভাপতি স¤্রাট ও সাধারণ সম্পাদক লিমন প্রমূখ। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন।
গাবতলী সদরে হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত
রিপোর্ট »শুক্রবার, ১২ ফেব্রুয়ারী , ২০২১. সময়-১০:৪২ pm | বাংলা- 30 Magh 1427