ডেস্ক রিপোর্ট:
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের গিলান জেলায় ভয়াবহ এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনই শিশু বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
আফগানিস্তানের স্থানীয় সাংবাদিক সাইফুল্লাহ মাফতুন জানিয়েছেন, শুক্রবার প্রদেশটির গিলান জেলায় ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে আরো ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিশুরা একটি মাদরাসায় কোরআন পাঠ নেয়ার সময় একটি বিস্ফোরক ভর্তি রিক্সা বিস্ফোরিত হয়। বিস্ফোরণটি ঠিক কীভাবে ঘটল, তা নিয়ে কিছুটা বিভ্রান্তিও রয়েছে বলে জানিয়েছেন মাফতুন। তবে কোনো ব্যক্তি বা সংগঠন এই হামলার দায় এখনো স্বীকার করেনি। সূত্র: সিনহুয়া নিউজ
রিপোর্ট »শুক্রবার, ১৮ ডিসেম্বার , ২০২০. সময়-১১:৪৯ pm | বাংলা- 4 Poush 1427