মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও মটর সাইকেলের মুখো-মুখি সংঘর্ষে মটর সাইকেল চালক ইমন (২২) নিহত ও রিপন (৩০) নামে মটর সাইকেল আরোহী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘট নামক স্থানে।
এলাকাবাসী জানান,মঙ্গলবার রাত ৯টার দিকে মটর মহেশপুরের মান্দারবাড়ীয়া ইউনিয়নের বেলেমাঠ গ্রামের মতিয়ার রহমান মতির ছেলে ইমন ও একই গ্রামের আবুল হসেনের ছেলে রিপন খালিশপুর থেকে মটর সাইকেল যোগে বাড়ী ফেরার সময় বেলেঘাট নামক স্থানে পৌছালে মহেশপুর দিক থেকে আসা একটি ট্রাকের মুখো মুখি সংঘর্ষে ঘটনা স্থলেই ইমন নিহত হয়। এসময় গুরুতর ভাবে রিপন আহত হয়। আহত রিপনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহেশপুর-খালিশপুর সড়কে ট্রাক ও মটর সাইকেলের মুখো মুখি সংঘর্ষে ইমননামের ১জন নিহত ও রিপন নামের ১জন আহত হয়েছে।
মহেশপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল চালক নিহত
রিপোর্ট »বৃহস্পতিবার, ১৯ নভেম্বার , ২০২০. সময়-১১:০৬ pm | বাংলা- 5 Agrohayon 1427