অসিম মোদক,মহেশপুরঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গতকাল সোমবার আসরবাদ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল ও তার পরিবারের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমানের সভাপতি অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান,ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ,সাবেক চেয়ারম্যান গোলাম হায়দার নাণ্টু,জেলা পরিষদ সদস্য এম এ আসাদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এমদাদ জাহিদ মিঠু, প্যানেল চেয়ারম্যান নওশের আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, আওয়ামীলীগ নেতা মোদাচ্ছের হোসেন শান্তি, ওয়ার্ড সভাপতি আব্দুস সামাদ খান বাচ্চু, আবু তালেব খান, বাচ্চু খলিফা, মুনছুর আলী, আজিজুর রহমান, সাবেক ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন তাতীলীগ সভাপতি উজ্জ্বল হোসেন, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মিস্টার হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল মুন্সী, সদস্য মফিজুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা ডাঃ কামরুজ্জামান প্রমুখ।
পরে মহেশপুর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বাসষ্টা- চত্তরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল ও তার পরিবারের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান,শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেব আলী,সাধারণ সম্পাদক অবু হানিফসহ শ্রমিক ইউনিয়নের সকল সদস্য বৃন্দ।