প্রেস বিজ্ঞপ্তিঃ উন্নয়নের জন্য যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী নুরজাহান ইসলাম নীরা কে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা র হাতকে শক্তিশালী করতে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহারুল ইসলাম উদাত্ত আহ্বান জানিয়েছেন ।
তিনি শুক্রবার বিকেলে চাচড়া ইউনিয়নের বাগেরহাট বাজারে নুরজাহান ইসলাম নীরা র সমর্থনে এক নির্বাচনী সভায় একথা বলেন । অধ্যাপক ফারুক হোসেনের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন জেলা কৃষক লীগের সহ সভাপতি শেখ আবদুল মোতলেব বাবু, জেলা সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকন,যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা , আবদুর রাজ্জাক ফুল প্রমুখ। আলো চনা সভায় যশোর জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের অাহবায়ক মোঃ আবু তোহা বলেন , দেশের উন্নয়ন আর অগ্রগতি র জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা র হাতকে শক্তিশালী করার জন্য আগামী ২০ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে নুরজাহান ইসলাম নীরা কে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন । বার্তা প্রেরক, সাধন মল্লিক রনি , যুগ্ম আহবায়ক , যশোর জেলা মৎস্য জীবী লীগ