প্রেস বিজ্ঞপ্তি ঃ গত ১৪ অক্টোবর বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত খোসালপুর বিওপির ক্যাম্পের সদস্যরা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোসালপুর বাজারের পশ্চিম পাশে ব্রিজের উপর হতে বাংলাদেশী নাগরিক ০৫ জনকে আটক করে।আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার মোঃ সোহাগ বাজীগর (২২), যশোর জেলার মোঃ কামরুল হোসেন (৪২), নড়াইল জেলার বিপ্লব কুমার ঘোষ (৩২), ভোলা জেলার রিপন চন্দ্র তেলী (৩৫), রিনা রানী তেলী।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে গমন করার অপরাধে আটককৃত আসামীদেরকে বিরুদ্ধে পাসপোর্টে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে।
রিপোর্ট »বৃহস্পতিবার, ১৫ অক্টোবার , ২০২০. সময়-১১:৩১ pm | বাংলা- 30 Ashin 1427