ডেস্ক রিপোর্ট:
বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হলেন একাত্তর টিভির কর্মী ইউসুফ জামিল। রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় বন্ধুদের সাথে বালু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। দুই বন্ধু ফিরে এলেও তিনি হারিয়ে যান। অবশেষে একাত্তর টিভির সম্প্রচার বিভাগের ইউসুফ জামিলের লাশ আজ শুক্রবার ভোরে উদ্ধার করা হয়েছে।
গতকাল বালু নদীতে সাঁতার কাটতে গিয়ে ইউসুফ ডুবে যান। এরপর স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার সন্ধান না পাওয়ায় উদ্ধারকারীদের সংবাদ দেওয়া হয়।জানা গেছে, বালু নদীর বেরাইদ ঘাটে তিন বন্ধু একসঙ্গে সাঁতার দিয়েছিলেন ওপারে যাওয়ার জন্য। সাঁতরে দুইজন অপর প্রান্তে যেতে পারলেও ইউসুফ তীরে উঠতে পারেননি। ওপারে ইউসুফকে দেখতে না পেয়ে স্থানীয়দের জানালে খোঁজাখুঁজি শুরু হয়।
রিপোর্ট »শুক্রবার, ৭ অগাষ্ট , ২০২০. সময়-৬:০২ pm | বাংলা- 23 Srabon 1427