ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ২০১৭’র বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেলেন বাংলাদেশের সাকিব আল হাসান। এ বর্ষসেরা একাদশে ৬ নম্বরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিছুদিন আগে ইংলিশ পত্রিকা দ্য গার্ডিয়ান ঘোষিত বর্ষসেরা টেস্ট একাদশেও ছিলেন সাকিব। চলতি বছরে ৭ টেস্টে ৬৬৫ রান ও ২৯ উইকেটের কৃতিত্ব এ অলরাউন্ডারের। এ বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ক্যারিয়ার সেরা ২১৭ রানের ইনিংস খেলেন তিনি। এ বর্ষসেরা একাদশে অস্ট্রেলিয়া ৩ জন, দক্ষিণ আফ্রিকা ৩ জন, ভারত ২ জন, ইংল্যান্ড ২ জন ও বাংলাদেশ থেকে একজন খেলোয়াড় জায়গা পান।
রিপোর্ট »সোমবার, ১ জানুয়ারী , ২০১৮. সময়-৬:৫৪ pm | বাংলা- 18 Poush 1424