আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামে একটি দিনমজুর পরিবার কয়েক বছর ধরে গৃহ নির্মাণের টাকা জোগাড় করতে না পেরে নিজের স্ত্রী-সন্তান মা ও অসহায় বোনকে নিয়ে প্রকৃতির সাথে যুদ্ধ করে সময় কাটলেও তার প্রতি কেউ সাহায্যের হাত বাড়ায়নি।অথচ সামান্য টাকা হলে নিজের বসত ঘর মেরামত করে পরিবার পরিজন নিয়ে অন্তত রোদ-বৃষ্টির কবল থেকে রক্ষা পেত অসহায় এ পরিবারটি।তাই সমাজের বিত্তশালী সহ সামাজিক উন্নয়ন কর্মকান্ডে জড়িত বিভিন্ন সংগঠনের দৃষ্টি আকর্ষনের জন্য দিনমজুর মিছির আলী শরনাপন্ন হয়েছেন স্থানীয় সাংবাদিকের।এ প্রতিবেদকের সাথে আলাপকালে মিছির আলী জানান,পিতার রেখে যাওয়া সামান্য ভিঠেমাঠি ছাড়া তার কোন সহায়-সম্পত্তি নেই।দিনমজুরের কাজ করে যা রোজগার করেন,তা দিয়ে পরিবারের দুবেলা ভাতের যোগান দিতে হিমশিম খেতে হয় তার।তার মধ্যে সন্তানের লেখাপড়ার খরছতো আছেই।এ অবস্থায় শত চেষ্টা করেও ঘর মেরামতের টাকা জমানো অসম্ভব হয়ে পড়েছে তার জন্য।সরেজমিন মিছির আলীর বসত ঘরে গিয়ে দেখা যায়,ঘরের বেড়া গুলো ভেঙ্গে পড়ে গেছে।বলতে গেলে বসবসারে অনুপযোগী ঘরে জীবনের ঝুকি নিয়ে বসবাস করছে পরিবারটি।তিনি বিত্তশালীদের প্রতি তার ঘর মেরামতের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন।যোগাযোগঃ ০১৭১৯০১৩৩৪৪ বিকাশ পারসোনাল।
রোদ ও বৃষ্টির সাথে যুদ্ধ করে সন্তান ও পরিবার নিয়ে বাস করেন দিনমজুর মিছির
রিপোর্ট »সোমবার, ২৭ ফেব্রুয়ারী , ২০১৭. সময়-১:৩০ pm | বাংলা- 15 Falgun 1423