মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
মহেশপুরের পল্লীতে সৎ মায়ের নির্যাতনে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রী গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী স্কুল ছাত্রীর নাম ফারজানা আক্তার বৃষ্টি(১৩)।সে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাউলি গ্রামের ফারম্নক হোসেনের মেয়ে ও বাইলী-মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী।
প্রতিবেশীরা জানিয়েছে,ফারজানা আক্তার বৃষ্টির সৎ মা প্রায়ই কারনে অকারনে মেয়েটিতে নির্যাতন করে আসছিলো। গত শনিবার সন্ধ্যায় মেয়েটিকে মারধর করলে সে ঘরের ভিতর ওড়নার সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
তবে ফারজানা আক্তার বৃষ্টির বাবা ফারম্নক হোসেন থানায় অপমৃত্যুর অভিযোগ করেছেন।তিনি বলেন, আমার মেয়েকে মোবাইল ফোন কিনে না দেওয়ায় সে রাগ করে নিজের ঘরে গিয়ে সন্ধাঁর সময় গলায় ফাস দিয়ে আত্নহত্যা করেছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আমিনুল ইসলাম বিল্পব জানান, শিশুটির আত্নহত্যা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে, রোববার দুপুরে লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মহেশপুরে সৎ মায়ের নির্যাতনে স্কুল ছাত্রীর আত্নহত্যা
রিপোর্ট »সোমবার, ২৭ ফেব্রুয়ারী , ২০১৭. সময়-১:১৪ pm | বাংলা- 15 Falgun 1423