চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে মিরসরাই উপজেলার খৈয়াছড়া পাহাড়ি এলাকার নাপিত্তাছড়া ঝর্ণা থেকে পড়ে অনিমেষ দে (২৭) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে ওই যুবক উপজেলার ১২ b¤^i খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া নাপিত্তাছড়া ঝর্ণায় পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর রাত ৮টার দিকে মিরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা তার লাশ উদ্ধার করে।
নিহত অনিমেষ দে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নিরঞ্জন দের পুত্র।অনিমেষ দে’র বন্ধু তানভীর আলম জানান, তারা তিন বন্ধু চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে নয়দুয়ারিয়া এলাকায় নাপিত্তাছড়া পাহাড়ি ঝর্ণা দেখতে আসেন। পাহাড়ের ওপর থেকে নামার সময় পা পিছলে অনিমেষ দে পড়ে যায়। এরপর তাকে আর অনেক খোঁজখুজির পরও পাওয়া যায় নি। পরে স্থানীয় লোকজন মিরসরাই ফায়ার সার্ভিসে খবর দিয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
মিরসরাই ফায়ার সার্ভিসের টিম লিডার শফিফুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের mgš^‡q উদ্ধার তৎপরতা শুর্ব করার পর রাত ৮টার সময় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, অনিমেষ দে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে তৈল ও খনিজ সম্পদ প্রকৌশল বিভাগ থেকে সদ্য স্নাতক উত্তীর্ণ হয়েছে।মিরসরাই থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম পিপিএম জানান, লাশটি বর্তমানে থানায় নিয়ে আসা হয়েছে। তার ¯^Rb‡`i খবর দেয়া হয়েছে।