ডেস্ক রিপোর্ট ঃএকাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর আপিলের সারসংক্ষেপ আগামি ২০ মে’র মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এছাড়া ২০ মে থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে সরকার পক্ষকেও মামলার সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।
আজ (বুধবার) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ।
আদালতে আসামিপক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট শিশির মনির ও ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এছাড়া গণমাধ্যম কর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
গত বছরের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই রায়ের বিরুদ্ধে একই বছরের ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দাখিল করেন এই জামায়াত নেতা।