ইয়ানুর রহমান : ভারতে পাচারকালে আজ বুধবার ভোরে বেনাপোল’র গাতিপাড়া সীমান্ত থেকে ২ হাজার কেজি (২টন) ইলিশ মাছ আটক করেছে বিজিবি সদস্যরা। ইলিশ আটক করতে গিয়ে বিজিবি সদস্যরা চোরাচালানীদের ওপর ২২ রাউন্ড গুলি বর্ষন করে।
২৩ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, বেনাপোলের গাতিপাড়া সীমামত্ম দিয়ে বিপুল পরিমান ইলিশমাছ ভারতে পাচার হচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল গাতিপাড়া সীমামেত্ম অভিযান চালিয়ে সাড়ে ১৭শ’ কেজি ইলিশ মাছ আটক করেত সক্ষম হয়। চোরাচালানীরা বিজিবিকে বাধা দিলে বিজিবি তাদের লক্ষ করে ২২ রাউন্ড গুলি বর্ষন করে। অবশ্য এতে কেউ হতাহত হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইলিশের চালান ফেলে পালিয়ে যায় চোরাচালানীরা।
আটক ইলিশের মূল্য ১৭ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটক ইলিশ বেনাপোল কাস্টম শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে । কাস্টমস কতৃপক্ষ নীলামের মাধ্যমে আটক ইলিশ বিক্রি করেছে। এ ব্যপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মামলা হয়েছে বেনাপোল থানায়।
অপর একটি সুত্র জানান, বিজিবি সদস্যরা বেনাপোল কাস্টম্স হাউজে ২টন ইলিশের মধ্যে মাত্র সাড়ে ১৭শ’ কেজি জমা দিয়েছে। বাকি ইলিশ কাস্টম্স কর্মকর্তা ও বিজিবি সদস্যরা জন সাধারনের সামনেই ভাগ করে নিয়েছে। #