ঝিনাইদহ প্রতিনিধি, ২০ সেপ্টেম্বর:
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের ত্রিমোহনী এলাকায় বৃহস্পতিবার রাতে ইফাদ অটো রাইচ মিলের ব্রয়লার বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। নিহতরা হলেন, শৈলকুপা শহরের তক্কেল হোসেনের ছেলে আসলাম হোসেন (৪০) ও ঝিনাইদহ সদর উপজেলার নওদাপাড়া গ্রামের বাসিন্দা সফিউদ্দীন (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী জানান, রাত সাড়ে ১০টার দিকে পানি স্বল্পতার কারণে ডাকবাংলা বাজারের নারায়নপুর ত্রিমোহনী এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুনের অটো রাইচ মিলের ব্রয়লার প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয়। এ সময় অটো রাইচ মিলের একটি গোডাউনের ছাদ ধ্বসে পড়লে ভবনের নিচে চাপা পড়েন কয়েকজন শ্রমিক। খবর পেয়ে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। এলাকাবাসীও তাদের সাথে উদ্ধার কাজে যোগ দেন। রাত ১২টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লুৎফর রহমান খান জানান, ভবনের নিচ থেকে চাপা পড়া দুইজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আব্দুল্লাহ ও খায়রুল নামে দুইজনকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে। তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা তদমত্ম ছাড়া বলা যাচ্ছে না বলে তিনি জানান। তবে মিলের মালিক স্থানীয় সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুনকে দুর্ঘটনাস্থলে পাওয়া যায়নি। এদিকে হতাহতের খবর পেয়ে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান, ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।