ঝিনাইদহে মৎস্য সংরক্ষণে ফরমালিনের অপব্যবহার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই এমপি। জেলা মৎস্য অফিসের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালায় জেলার ৬ উজেলার সরকারি কর্মকর্তা ও দুই শতাধিক মৎস্যজীবি অংশ নেয়।
জেলা প্রশাসক খাজা আব্দুল হান্নানের সভাপতিত্বে কর্মশালায় জেলা মৎস্য কর্মকর্তা শংকর চন্দ্র হাওলাদার, সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, বক্তব্য রাখেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাই বলেন, মাছে ক্ষতিকর ফরমালিন ব্যবহার রোধে এর ব্যবহারের ক্ষেত্র নির্দিষ্ট করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মাছে ফরমালিন শনাক্তকরণে দেশের সব উপজেলায় কিটবক্স সরবরাহ করবে সরকার। বর্তমানে দেশের ৮০ উপজেলায় মাছে ফরমালিন শনাক্ত করার কিটবক্স দেওয়া হয়েছে। সরকারি তৎপরতার কারণে মাছে ফরমালিনের ব্যবহার আগের চেয়ে অনেক কমেছে বলে জানান প্রতিমন্ত্রী।