ঠাকুরগাঁও প্রতিনিধি :
প্রতারণা বিশ্বাস ভঙ্গ ও ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করায় অগ্রণী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও শাখার এজিএম, ম্যানেজার ও এ্যাডভান্স অফিসার এক ভুমিহীন ঋণ গ্রহিতাকে ব্যাংকে ডেকে এনে বেধরক মারপিট করেছে। গত ২৬ ডিসেম্বর দুপুরে এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর গ্রামের আশরাফুল হক নামে এক ব্যক্তি অগ্রণী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও শাখায় ভতুর্কি ঋণ নেওয়ার জন্য গেলে ওই ব্যাংকের এ্যাডভান্স অফিসার গত বছরের ৩ ফেব্রম্নয়ারি তাকে ৫ হাজার টাকা ঋণ প্রদান করে পরবর্তীতে ৭ ফেব্রম্নয়ারি ওই ভুমিহীন ঋণ গ্রহিতাকে ব্যাংকে ডেকে এনে এজিএম, ম্যানেজার ও এ্যাডভান্স অফিসার তার কাছ থেকে মর্টগেজ দলিল তৈরি করে নেয়।
পরবর্তীতে ভতুর্কি ঋণের নামে ওই ভুমিহীন ব্যক্তির নামে তার নামে প্রথমে ৩ লাখ টাকা ও পরে ৭ লক্ষ টাকা ঋণ মঞ্জুর করে সমুদয় টাকা ব্যাংকের এজিএমসহ ৩ কর্মকর্তা আত্মসাৎ করে। এ ঘটনায় আশরাফুল হক বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর প্রতারণা, বিশ্বাস ভঙ্গ, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। এতে অগ্রণী ব্যাংকের এজিএমসহ অন্যান্য আসামীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ২৬ ডিসেম্বর আশরাফুল ইসলামকে ঠাকুরগাঁও অগ্রণী ব্যাংক কার্যালয়ে এলে তাকে এজিএম এর কক্ষে আটক করে এলোপাথারি কিলঘুষি মারে। ব্যাংক ম্যানেজার কাঠের রোলার দিয়ে বেধরক মারপিট করে। এজিএম সহিদুল ইসলাম তাকে লাথি মারে। উক্ত দিন মজুর বাচার জন্য চিৎকার শুরম্ন করলে এ্যাডভান্স অফিসার সহিদুল তাকে শ্বাসরম্নদ্ধ করে হত্যার চেষ্টা চালায়।তিনি কৌশলে আটক অবস্থা হতে ব্যাংক থেকে বেড়িয়ে আসে এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় ভুমিহীন আশরাফুল হক বাদী হয়ে ১ জানুয়ারি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আর একটি মামলা দায়ের করেছে। আদালত যখমির চিকিৎসার সনদ পত্র প্রদানের জন্য সির্ভিল সার্জনকে নিদের্শ দিয়েছেন।