মৌলভীবাজার জেলা ছাত্রদল ১লা জানুয়ারী মঙ্গলবার রাত ১২:০১ মিনিটে ছাত্রদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষ্যে শহরের একটি রেষ্টুরেন্টে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকি পালন করে বলে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ মৌলভীবাজার নিউজ এজেন্সি(এমএনএ)কে জানিয়েছেন।এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন বাদশা, ভিপি মিজানুর রহমান, স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সেলিম মোঃ সালাহউদ্দিন, যুগ্ম আহবায়ক তপোধীর রায় বুরণ, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, সোহেলুজ্জামান খান, মামুন মৌলভীবাজার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, পৌর ছাত্রদল নেতা হান্নান প্রমুখ। এর পূর্বে সন্ধায় স্থানীয় চৌমুহনা চত্তরে প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষ্যে এক বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে।