ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধাঃ ‘‘এসো শীতার্তদের পাশে দাড়াই’’ এই শোগানকে সামনে রেখে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হিজলগাড়ী গ্রামের গুচ্ছ গ্রামসহ আশপাশ এলাকার অসহায় গরীব দুস্থ শীতার্ত মানুষের পাশে থেকে সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরন করেন গাইবান্ধার এডিসি কামাল বিশ্বাস (রাজস্ব), ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা র্নিবাহী অফিসার তোফাজ্জল হোসেন। ওই এলাকার ছইরন, কমেলা, খয়রন, জাবেদাসহ ৯০ বছর বয়সী কাঞ্চিরানী,কম্বল পেয়ে খুশিতে গদগদ হয়ে বলেন, এখন আর আগুন তাপাতে হবে না আরামে নিন্দুতে ঘুমাতে পামো।
রিপোর্ট »মঙ্গলবার, ২৫ ডিসেম্বার , ২০১২. সময়-১১:০০ pm | বাংলা- 11 Poush 1419