পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার হরিঢালীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতদের এলোপাতাড়ি কোপে মারাত্নক জখম মা ও ৩ বছরের শিশুকন্যা সুমি মারাত্নক জখম এর রিপোর্ট প্রকাশের পর এলাকার সংসদ এড সোহরাব আলী সানার নির্দ্দেশে সৃষ্ট ডাকাতির ঘটনার দু’দিন পর থানায় মামলা হয়েছে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ৩ বছরের শিশুকন্যা সুমির অবস্থা অপরিবর্তীত রয়েছে বলে জানাগেছে।
সংশিষ্ট সুত্রে জানাযায়, উপজেলার ১নং হরিঢালী ইউনিয়নের মামুদকাটি গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের বাড়িতে রবিবার গভীর রাতে ৮/১০ জনের সশস্ত্র ডাকাতদল সিদকেটে ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা মনোরঞ্জনের স্ত্রী শান্তনা বিশ্বাস (২৮) ও শিশুকন্যা সুমি (৩) কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্নক জখম করে স্বর্ণালংকার, মোবাইলসহ নগত টাকা নিয়ে বীরদর্পে এলাকা ত্যাগ করে চলে যায়। ঘটনার পর পার্শ্ববর্তী লোকজন এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ক্রমেই শিশুকন্যা সুমির অবস্থা অবনতির দিকে যেতে থাকলে মঙ্গলবার পাইকগাছা থানা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। কিন্তু শিশুকন্যা সুমিকে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দেন সংশিষ্ট চিকিৎসক। এদিকে সৃষ্ট ডাকাতির ঘটনার বিষয় স্থানীয় ফাঁড়ি পুলিশকে অবহিত করা হলেও তারা কোন প্রকার ব্যবস্থা গ্রহন করেনি। এমতাবস্থায় বিভিন্ন দৈনিকে রিপোর্ট প্রকাশের পর স্থানীয় আ’লীগ নেতা শেখ বেনজির আহমেদ বাচ্চু সরেজমিন ঘটনাস্থলে গিয়ে সৃষ্ট ডাকাতির ঘটনা এলাকার সংসদ এড. সোহরাব আলী সানাকে অবহিত করেন। এরপর এমপি’র নির্দ্দেশে পাইকগাছা থানা ওসি এনামুল হক তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মামলা রুজু করেন। যার নং-১৯, ১৩/১১/১২ ইং।