শেষের খবর ডেস্কঃ৮০ বছরের পুরোনো মার্কিন সাময়িকী ‘নিউজউইক’-এর ছাপা সংস্করণ বন্ধ হয়ে যাচ্ছে। এর পর থেকে পত্রিকাটির শুধু অনলাইন সংস্করণ বাজারে থাকছে। আসছে ৩১ ডিসেম্বর ম্যাগাজিনটির সর্বশেষ ছাপা সংস্করণ প্রকাশিত হবে। এ সংখ্যার উপজীব্য বিষয় হবে, কীভাবে বিজ্ঞাপনের হার হ্রাস পাওয়ায় পত্রিকা ও দৈনিকগুলোকে অনলাইন সংস্করণের দিকে এগোতে হচ্ছে।
বিবিসির খবরে আজ বৃহস্পতিবার বলা হয়, দুই বছর আগে অনলাইনভিত্তিক নতুন প্রতিষ্ঠান ‘ডেইলি বিস্ট’-এর সঙ্গে একীভূত হয় ‘নিউজউইক’। ‘ডেইলি বিস্ট’-এর প্রতিষ্ঠাতা টিনা ব্রাউন বলেন, মাসে দেড় কোটি মানুষ তাঁদের ওয়েবসাইটটিতে যান। গত বছর এ সংখ্যা বেড়েছে ৭০ শতাংশ।
এক বিবৃতিতে টিনা বলেন, ‘যাঁরা ছাপা কাগজের শিহরণকে ভালোবাসেন এবং সাপ্তাহিকে কাজ করার সময় নিজেদের মধ্যকার সৌহার্দ্য উপভোগ করেন, তাঁদের জন্য পত্রিকার ছাপা সংস্করণ বন্ধ করে দেওয়া খুবই কঠিন সিদ্ধান্ত। আসছে বছর ৮০ বছর পূর্ণ করতে যাচ্ছে নিউজউইক। আমরা অবশ্যই সাংবাদিকতার ধারা টিকিয়ে রাখার চেষ্টা করব এবং একই সঙ্গে ভবিষ্যতের ডিজিটাল জগৎকে ধারণ করার প্রচেষ্টা নেব।’
টিনা বলেন, ‘এখন প্রশ্ন হচ্ছে, আমরা কোনটিকে প্রাধান্য দেব—ব্র্যান্ড নাকি সাংবাদিকতা। এটি নির্ভর করছে ছাপা সংস্করণ ও বিপণনের খরচ কতটুকু বহন করা যাচ্ছে, সেটির ওপর।’
বিপণনের দিক দিয়ে যুক্তরাষ্ট্রে ‘টাইম’ ম্যাগাজিনের পরই ছিল ‘নিউজউইক’-এর স্থান। কিন্তু বিক্রি ও বিজ্ঞাপন কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ২০১০ সালের আগস্টে ওয়াশিংটন পোস্ট কোম্পানি ম্যাগাজিনটি সিডনি হার্মানের কাছে বিক্রি করে দেয়। এর তিন মাস পর এটি ‘ডেইলি বিস্ট’-এর সঙ্গে একীভূত হয়।
টিনা ব্রাউন অতীতে ‘ভ্যানিটি ফেয়ার’ ও ‘দ্য নিউইয়র্কার’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রিন্ট সংস্করন বন্ধ করে অনলাইনে যাচ্ছে ৮০ বছরের পুরোনো সংবাদপত্র‘নিউজউইক’
রিপোর্ট »শুক্রবার, ১৯ অক্টোবার , ২০১২. সময়-১২:৩৮ am | বাংলা- 4 Kartrik 1419