আমিনুল ইসলাম,পাইকগাছা (খুলনা)ঃ
মাদক দ্রব্য নিয়ন্ত্রনে বিশেষ পুলিশি অভিযানে গতকাল পাইকগাছা থানা ও কপিলমুনি ফাঁড়ির পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিল, ২২ পুরিয়া ও ৭ প্যাকেট গাঁজাসহ এক মহিলাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এব্যাপারে মাদক দ্রব্য আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।
পাইকগাছা থানা ও কপিলমুনি ফাঁড়ি পুলিশ জানায়, ব্যাগের মধ্যে কারেন্ট জালে জড়িয়ে ফেন্সিডিল সরবরাহ কালে গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার এস,আই শাহাদাৎ হোসেন ও তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ উপজেলার কাটাখাঁলি বাজার থেকে কৃষ্ণ নগর গ্রামের খোকন গাজীর স্ত্রী ফেন্সি বিক্রেতা নুরি বেগম(৩২) কে ১৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে। অন্যদিকে গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার কপিলমুনি ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদরের পান হাটা চায়ের দোকান থেকে নাছিরপুর এলাকার গাঁজা বিক্রেতা সালাম গাজী(৩০) কে ৮ পুরিয়া ও তার তথ্যের ভিত্তিতে নোয়াকাটী গ্রামে অভিযান চালিয়ে অপর গাঁজা বিক্রেতা সাজ্জাদ পাড়(৪০)কে ১৪ পুরিয়া ও ৭ প্যাকেট গাঁজা সহ গ্রেফতার করেছে। এব্যাপারে পাইকগাছা থানায় মাদক দ্রব্য আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। কপিলমুনি ফাড়ির ইনচার্জ এস,আই সাজেদুল ইসলাম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রনে অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।