জীবননগর প্রতিনিধি:: আওয়ামী লীগ সরকার গঠনের সাড়ে ৩ বছরের মাথায় এসে গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলা মহিলা লীগের সমবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মহিলা লীগের নেতা-কর্মীরা তাদেরকে সাংগঠনিকভাবে গুরুত্ব না দিয়ে অবহেলা করায় চরম ক্ষোভ প্রকাশ করা হয়। মহিলা লীগ নেতা-কর্মীরা বলেন, কেবল ভোট এলেই তাদের কদর বৃদ্ধি পায়; কিন্তু ভোট চলে গেলে তাদের আর কোন গুরুত্ব থাকে না। কেউ তাদের নেই না কোন খবর। এ রকম রাজনীতি চলতে পারে না। মহিলাদের গুরুত্ব দিতে হবে। দিতে হবে তাদের রাজনৈতিক প্রাপ্ত অধিকার ও সুবিধাদি।
বিকেলে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম। নেতৃবৃন্দ মহিলা লীগ সদস্যদের বক্তব্য শোনেন। তারা বলেন, মহিলারা রাজনীতিতে অবহেলার পাত্র নই। এখন থেকেই মহিলা লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে তিনি মাঠ পর্যায়ে কাজ করার জন্য সমাবেশে উপস্থিত মহিলা লীগের সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানান।
উপজেলা মহিলা লীগের সভাপতি আয়েশা সুলতানা লাকির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিজিয়া খাতুনের প্রচেষ্টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার শাহানারা খাতুন ও নিলুফা ইয়াসমিন রানী প্রমূখ।