ঢাকা ডেস্ক ,৫ মে :
ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পারস্পরিক মতভেদ দূর করতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি কক্ষে সন্ধ্যা ছয়টা থেকে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে হিলারি ক্লিনটন বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা দেশের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হবে। দেশের গণতন্ত্রকে সুসংহত রাখতে সংলাপে বসা ছাড়া রাজনৈতিক দলগুলোর কাছে আর কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে হিলারি জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অংশীদারিত্ব চুক্তি (পার্টনারশিপ এগ্রিমেন্ট) সই করতে রাজি হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রতিবছর দ্বিপাক্ষিক বৈঠক করার বিষয়েও আলোচনা হয়েছে।
এর আগে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে হিলারি ক্লিনটন সম্প্রতি নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী ও পোশাক শ্রমিক অধিকার সংগঠন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক আমিনুল ইসলামের হত্যাকাণ্ডের বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি ডা. দীপু মনিকে বলেন, এসব ঘটনা সম্পর্কে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া উচিত। বৈঠকে ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দীপু মনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হিলারি ক্লিনটন।
আজ বিকেল চারটা ৪০ মিনিটে হিলারি ক্লিনটন ঢাকায় পৌঁছেন। বিমানবন্দরে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দীপু মনি।