আন্তর্জাতিক ডেস্ক,৫ মার্চ :
ইউরোপের শেয়ারবাজারে আজ (সোমবার) ব্যাপক ধস নেমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ধ্স নামে স্পেন ও ইতালিতে। গত মাসে ইউরোজোনের বেসরকারিখাতে ধীরগতির প্রবৃদ্ধির বিষয়ে আজ প্রতিবেদন প্রকাশের পর ইউরোজোনের শেয়ারবাজারে এ ধস নামে।
ইউরোপের শীর্ষ শেয়ার মার্কেট এফটিএস ইউরোফিস্ট থ্রি হান্ড্রেডে দরপতন হয়েছে শূন্য দশমিক সাত ভাগ। এতে শেয়ার সূচক এসে দাঁড়িয়েছে ১০৭৯.৭৪ পয়েন্টে। ইউরোজোনের ব্লু-চিপ ইউরো স্টক্স ফিফটি শেয়ারবাজারে দরপতন হয়েছে শূন্য দশমিক নয় ভাগ। ফলে, এ শেয়ারবাজারের সার্বিক মূল সূচক কমে দাঁড়িয়েছে ২৫২২.১০ পয়েন্টে। তবে, স্পেনের শেয়ারবাজার আইবিইএক্স দাম হারিয়েছে শতকরা ১.৪ ভাগ। চলতি বছরে এ পর্যন্ত ওই শেয়ারবাজারে সার্বিক দরপতন হয়েছে প্রায় শতকরা ১.৩ ভাগ। এ ছাড়া, এফটিএস ইউরোফিস্ট থ্রি হান্ড্রেডে এ বছর সার্বিক দরপতন হয়েছে ৭.৮ ভাগ আর জার্মানির ডিএএক্স-এ দরপতনের মাত্রা শতকরা ১৬ ভাগ।
এদিকে, বড় ধরনের বাজেট ঘাটতির মুখে পড়েছে নেদারল্যান্ড। আগামী অর্থবছরের বাজেট ঘাটতি মোকাবেলার জন্য এখন দেশটিকে ব্যয় কমাতে হবে অন্ততঃ এক হাজার ছয়শ’ কোটি ইউরো। আর এ সীমা বেধে দিয়েছে খোদ ইউরোপীয় ইউনিয়ন। এত বড় অংকের কাটছাঁটকে কঠিন কাজ বলে মন্তব্য করেছেন নেদারল্যাণ্ডের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে। রেডিও তেহরান এর সৌজন্যে