শেষের খবর ,ডেস্ক:৬ডিসেম্বর।বাংলাদেশের মন্ত্রীপরিষদে নতুন দুই জন মন্ত্রী দপ্তর বণ্টন এবং বর্তমান মন্ত্রীদের দপ্তরে রদবদলের পর নতুন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুরঞ্জিত সেন গুপ্ত। রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এ নিয়ে বিবিসির ফরিদ আহমেদ কথা বলেছেন তার সাথে। তিনি বলছিলেন রেল চলাচলে সময় মেনে চলার বিষয়টি নিশ্চিত করা ছাড়াও এই অবহেলিত এই পরিবহনকে আকর্ষণীয় করে তুলতে তিনি পদক্ষেপ নেবেন।
রিপোর্ট »মঙ্গলবার, ৬ ডিসেম্বার , ২০১১. সময়-১০:৩৭ pm | বাংলা- 22 Agrohayon 1418